Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

প্রশিক্ষণ সেবা ঃ

 

১. প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ দীর্ঘ মেয়াদী  প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালায়,রাজারহাট এ আবেদন করতে হবে ।বাছাই শেষে উপযুক্ত বিবেচিত হলে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণের জন্য আবেদনপত্র  জেলা কার্যালয়ে  প্রেরিত হবে এবং সেখানে যুব প্রশিক্ষন কেন্দ্রের নীতিমালা  ্ও বিধিবিধান মান্য করে চাহিত প্রমিক্ষণ ট্রেডে ভতি করা হয়।

২.অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ  প্রশিক্ষণ এর জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ,রাজারহাট এর কার্যালয়ে আবেদন করতে হবে । সে প্রেক্ষিতে উপজেলা যুব উন্নয়নকর্মকর্তা ৩০ জনের একটি  গ্রুপ তৈরি করে প্রত্যাশিত প্রশিক্ষণ সংশ্লিস্ট ইউপি অফিস অথবা  সুবিধাজনক স্থানে প্রশিক্ষন এর বাবস্থা করবেন । স্থাণীয় চাহিদার ভিত্তিত্ওে প্রশিক্ষণ ট্রেড নিধারিত হতে পারে।

৩। যুব ঋণ কর্মসূচিঃআত্ন-কর্মসংস্থান করতে চাইলে ঋণ সহযোগিতা প্রদান করা হয়। ঋণ সহযোগিতা চাইলে প্রশিক্ষণ সার্টিফিকেট এর  ফটোকপি  ও একটি আবেদন পত্রের ফটোকপি দিয়ে ঋণের আবেদন  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালায়,রাজারহাট এ জমা দিতে হবে। মাঠ পর্যায়ে প্রকল্প সরজমিনে পরিদর্শণ করে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহন করে ঋণ সহযোগিতা প্রদান করা হয় ।   উত্তর বঙ্গের সাতটি জেলার বেকার যুব দের আত্ন-কর্মসংস্থান সৃষ্টি শির্ষক প্রকল্পের আওতায়  পরিবার ভিত্তিক ২৫ জনের গ্রুপ তৈরী করে ঋণ আবেদন করতে হয়। অতপরঃ প্রকল্প গ্রহনকারীদের প্রকল্প করণের জন্য দফা অনুযায়ী  ৩০,০০০ -৫০,০০০/- টাকা করে ঋণ প্রদান করা হয়(বরাদ্দ সাপেক্ষে)।

 

(ক) পরিবার ভিত্তিক ঋণ কর্মসূচিঃ এ কর্মসূচির আওতায় বেকার যুবদের পারিবারিক গুরুপে সংগঠিত করে ঋণ প্রদান করা হয়। প্রতি গুরুপের সদস্য সংখ্যা ০৫ জন। গুরুপের প্রত্যেক সদস্যকে প্রথম দফায় ১২,০০০/-টাকা, ২য় দফায়  ১৬,০০০/-টাকা, এবং ৩য় দফায় ২০,০০০/-টাকা ঋণ প্রদান করা হয়।

(খ) একক ঋণ কর্মসূচিঃ এ কর্মসূচির আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষিত যুবদের একক ঋণ প্রদান করা হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবকে ১ম দফায় ৩০,০০০/-টাকা, ২য় দফায় ৪০,০০০/-টাকা ৩য় দফায় ৫০,০০০/-টাকা এবং প্রাতিষ্ঠানিক ঋণের ১ম দফায় ৬০,০০০/-টাকা ২য় দফায় ৮০,০০০/-টাকা ৩য় দপায় ১,০০০০০/-টাকা ঋণ প্রদান করা হয়।

৪। যুব সংগঠন নিবন্ধনঃ

       এ কর্মসূচির মাধ্যমে এলাকাভিত্তিক যুব সংগঠন নিবন্ধিত হতে চাইলে অত্র কার্যালয় থেকে আবেদনপত্র গ্রহন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ  তা পূরণ করে এ কার্যালয়ে জমা দিতে হবে। পরিদর্শন  ্ও কাগজপত্র যাচাই সাপেক্ষে নিবন্ধনের              ব্যবস্থা নেয়া হবে।