Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

সমাপ্ত প্রকল্প 

 

০১.উত্তরবঙ্গের ০৭টি জেলায় বেকার যুবদের কর্মসংস্থান আত্নকর্মসংস্থান শীর্ষক প্রকল্প ঃ   গনপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমুলক এ প্রকল্পটি উত্তরবঙ্গের বেকার যুবদের কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । এ অঞ্চলের অপেক্ষাকৃত দরিদ্র পরিবারগুলো  যাতে অর্থনৈতিকভাবে স্মাবলম্বি হতে পারে এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে পারে / রাখতে পারে সে মুল উদ্দেশ্যকে সামনে রেখে এ কর্মসূচী দেয়া হয়েছে । বরতমানে এ প্রকল্পের ২য় পর্বের কাজ চলছে । একই পরিবারের ০১-০৫ জন সদ্যসকে  (১৮ থেকে ৩৫ বৎসর বয়স্ক ) এ কর্মসূচীর মাধ্যমে অন্তর্ভুক্ত  করা হয় । হাঁসমুরগি পালন , গাভিপালন , গরু  মোটাতাজাকরন , ছাগল ও ভেড়া পালন  এবং নার্সারি সহ মোট ০৫ (পাঁচ ) টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ কোর্সটি চলার সময়ে  প্রতিটি প্রশিক্ষণার্থীকে দৈনিক ১০০/= টাকা হারে প্রশিক্ষণভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন বিরতিতে নাস্তার ব্যবস্থা রয়েছে ।

এ কর্মসূচীর মাধ্যমে রাজারহাট উপজেলায়  মে/২১ পর্যন্ত ৭৫০ জন যুবক ও ৬৭২ জন  যুব মহিলা সহ মোট ১৪২২ জন যুবকে  উপরে বর্ণিত ০৫টি  বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে  এবং ৩৫১ জন যুবক ও ২৩৩ জন  যুব মহিলা সহ মোট ৫৮৪ জন যুবকে ১,৭৬,৯০,০০০/= টাকা ঋণ দেয়া হয়েছে । পিছিয়ে পড়া এ অঞ্চলের পরিবারগুলির আর্থ- সামাজিক উন্নয়নে এ কর্মসূচী বিশেষ ভুমিকা পালন করছে ।

০২. সোয়েটার নিটিং ও লিংকিং মেশিন অপারেটিং প্রশিক্ষন কোর্স ঃ এ কর্মসূচীর আওতায় অত্র জেলার অতি দরিদ্র / অসচ্ছল পরিবারের যুবদের সোয়েটার নিটিং ও লিংকিং মেশিন অপারেটিং  বিষয়ে আবাসিক / অনাবাসিক বিষয়ে  ০১ মাসের প্রশিক্ষন দেয়া হয় । প্রশিক্ষন শেষে তাদের সরাসরি বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরির ব্যবস্থা করে দেয়া হয় । প্রশিক্ষণ কোর্সটি চলার সময়ে  প্রতিটি প্রশিক্ষণার্থীকে দৈনিক ১০০/= টাকা হারে প্রশিক্ষণভাতা/ থাকা –খাওয়ার ব্যবস্থা করা হয় ।

 

সমাপ্ত প্রকল্প 

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ঃ গনপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সালের ৬ মার্চ বেকার যুবদের কর্মসংস্থানের জন্য পাইলট প্রকল্প হিসেবে কুড়িগ্রাম জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন। পশ্চাদপদ কুড়িগ্রাম জেলার বেকার যুবদের কর্মসংস্থানে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এ অঞ্চলের আর্থ- সামাজিক উন্নয়নে এ কর্মসূচি একটি মাইলফলক । এ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় মোট ২৯৮১৫ জন যুব ২ বৎসরের জন্য অস্থায়ী সংযুক্তিপ্রাপ্ত হয় ।

 রাজারহাট উপজেলায় ২৩১১ জন যুবক ও ১০৬৯ জন  যুব মহিলা সহ মোট ৩৩৮০ জন যুবকে ০৩ মাসের মৌলিক প্রশিক্ষণ দেয়া হয় । এদের মধ্যে ড্রপ আউট ও চূড়ান্ত বাছাই শেষে ২২৭৪ জন যুবক ও ১০৬০ জন যুব মহিলাসহ মোট ৩৩৩৪ জন যুবকে ০২ বৎসরের অস্থায়ী সংযুক্তি দেয়া হয় । প্রশিক্ষনকালীন সময়ে যুবদের দৈনিক ১০০/= টাকা হারে প্রশিক্ষনভাতা এবং সংযুক্তিকালীন সময়ে দৈনিক ২০০/= টাকা হারে মাসিক ৬০০০/= টাকা ভাতা দেয়া হয় ।  যুবরা বিভিন্ন সরকারী- বেসরকারী সংস্থায় সংযুক্তিপ্রাপ্ত হয়ে সে প্রতিষ্ঠানের হয়ে কাজ করে এবং অভিজ্ঞতা অর্জন করে।

     ০২ বৎসরের অস্থায়ী সংযুক্তি শেষে যুবদের অনেকে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন সরকারী- বেসরকারী সংস্থায় চাকুরী করছে । অনেক যুব তাদের সঞ্চিত টাকা দিয়ে প্রশিক্ষন আর অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের আত্নকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ করে স্মাবলম্বি হয়েছে এবং  হওয়ার চেষ্টা করছে ।পশ্চাদপদ রাজারহাট উপজেলা তথা কুরিগ্রামের অর্থনৈতিক উন্নয়নে এ কর্মসূচিটি একটি আশীর্বাদ ।